ফিফার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিতাড়িত করা হবে
দুর্নীতিগ্রস্তদের সংস্থা থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করলেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার। যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, দুই দশক ধরে, ফিফার ভেতরে নিয়মতান্ত্রিক দুর্নীতির ঘটনায় মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ লেনদেন চলেছে ঠিক সেই সময়টাতেই তিনি মন্তব্যটা করলেন।
এর আগে মানি লন্ডারিং, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে সুইস পুলিশ ফিফার সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
মার্কিন বিচার বিভাগে ফিফার সাবেক ও বর্তমান যে ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারও আছেন।
এদিকে, নিজ দেশ ত্রিনিদাদ ও টোবাগোতে পুলিশের কাছে আত্মসমর্পনের আগে ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার সাংবাদিকদের বলেন, “যখন আমি ফিফার দায়িত্বে ছিলাম তখন নিজেকে কেবল খেলাধুলা সংক্রান্ত কাজেই নিজেকে সম্পৃক্ত রেখেছি। ত্রিনিদাদ ও টোবাগোর সাথে বিশ্বাসঘাতকতা করার মত কোনও কাজ আমি করিনি”।
অন্যদিকে, রাশিয়া এবং কাতারে আগামী দুই বিশ্বকাপ আযয়োজনের সিদ্ধান্ত নিতে গিয়ে কোন আর্থিক লেনদেন হযয়েছে কিনা তা নিয়ে নিজস্ব ফৌজদারি তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ।সুইস অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হযয়েছে, প্রযয়োজনে ফিফার প্রধান সেপ ব্লাটারকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেক্ষেত্রে কোনও অজুহাতই কাজে আসবে না।