সূর্য থাকবে ঠিক কা’বার ওপরে
পবিত্র কা’বার বরাবর উঠে আসবে আজকের সূর্য। ফলে কেবলা নির্ধারণে সহজ হবে নানা দেশের মুসলমানদের। বিজ্ঞানীরা জানিয়েছেন, বছরে দু’বার সূর্য খানা কা’বার বরাবর উঠে আসে। মক্কা মোকাররমায় আজ দুপুর ১২ টা ১৮ মিনিটে সূর্য বরাবর কা’বার উপরে দেখা যাবে।
ফলে ইউরোপ, আফ্রিকা, রাশিয়া, চীন ও পূর্ব এশিয়ার মুসলমানরা স্থানীয় সময়ে সূর্য ডোবার সময় নিজেদের কেবলা নির্ধারণ করতে পারবে। কারণ ওই সময়ে সূর্য খানা কা’বার উপরে থাকবে।
অপরদিকে দক্ষিণ আমেরিকার মুসলমানরা সূর্য উদয়ের সময় নিজেদের কেবলা নির্ধারণ করতে পারবে। সূত্র : জিও নিউজ