অভিবাসী উদ্ধারে ইউরোপকে আরো উদ্যোগী হতে হবে : মুন
জাতিসংঘ মহাসচিব গত মঙ্গলবার তার ব্রাসেলস সফরের প্রাক্কালে বলেছেন ভূমধ্যসাগর পাড়ি জমানো অভিবাসীদের সহায়তায় ইউরোপকে অবশ্যই আরো বেশি উদ্যোগ নিতে হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের একটি নৌ-অভিযান পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বান কি মুন ভূমধ্যসাগরে তল্লাশি ও উদ্ধার অভিযান আরো জোরালো করার আহ্বান জানিয়ে বলেন, ‘ইউরোপ আরো বেশি সহায়তা দিতে পারে।’ বান কি মুন বলেন, ‘আমি ইউরোপীয় নেতৃবৃন্দকে এই সমস্যা আরো সর্বাত্মক ও সমম্বিত উপায়ে মোকাবিলার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়ার ক্ষেত্রে অবশ্যই যেসব দেশ থেকে এ সমস্যা উদ্ভূত হয়েছে সে সব দেশেই এ সমস্যার মূল কারণ খুঁজতে হবে। ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রিবর্গ গত সপ্তাহে ভূমধ্যসাগরে মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়তে একটি সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছে। তবে লিবিয়ার জলসীমায় মানবপাচারকারীদের নৌকা ধ্বংস করার প্রস্তাবটিতে এখানো জাতিসংঘের অনুমোদনের প্রয়োজন রয়েছে।