কওমী পরীক্ষার হল পরিদর্শনে আল্লামা আহমদ শফী
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা পদ্ধতি দেশে নকলমুক্ত পরীক্ষার রোল মডেল সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি আল্লামা আহমদ শফী।
গতকাল বুধবার হাটহাজারী মাদরাসার পরীক্ষার হল পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী ও মাওলানা উবাইদুল্লাহ ফারুক প্রমুখ।
উল্লেখ্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলমান ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষা গত ২১ মে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দেশব্যাপী ৭৮৬টি কেন্দ্রে নেওয়া পরীক্ষা শেষ হবে ১ জুন। তন্মধ্যে পুরুষ কেন্দ্র ৩৩৮টি, মহিলা কেন্দ্র ২৬৯টি, হেফজুল কুরআন কেন্দ্র ১৬৬টি ও তাজবিদুল কুরআন কেন্দ্র ১৩টি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩৬১৮ জন। এরমধ্যে ছাত্র ৫১৬২৭ জন ও ছাত্রী ২১৯৯১ জন। প্রেস বিজ্ঞপ্তি।