নজরুলের মতো কেউ সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারেনি : কবি আল মাহমুদ
সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদ বলেছেন, নজরুলের মতো প্রাঞ্জল ভাষা আর অসাধারণ বন্ধনে কেউ সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারেনি। নজরুলের ভেতরকার বিদ্রোহই সাহিত্যে ফুটে উঠেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নবধারা নামক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, গান ও কবিতা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি কবি আল মুজাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন নজরুল সঙ্গীতজ্ঞ সালাহউদ্দিন আহমেদ ও নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি নাসিম আহমেদ।
কবি আল মাহমুদ বলেন, নজরুল সমসাময়িক বিষয় নিয়ে লিখলেও তার মতো আর কেউ সাহিত্য সৃষ্টি করতে পারেননি। তিনি শুধু কাব্যেই নয়, প্রবন্ধ, উপন্যাস, গান সর্বত্রই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার লেখার ভাষা খুবই প্রাঞ্জল। নজরুলের লেখায় অসাধারণ বন্ধন রয়েছে।