সউদী মেয়েদের জাগিয়ে তুলছে টুইটার
সউদী আরবে মেয়েদের মাঝে বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের মাঝে অধিকার সচেতনতা আগের তুলনায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের সকল মাধ্যমের মধ্যে টুইটার তাদের কাছে বেশি গ্রহণযোগ্য বলে গণ্য হচ্ছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী শিক্ষবিদ, রাজনীতিবিদ, মজলিসে শূরার সদস্য, প্রভাবশালী ব্যক্তিবর্গ ও কলামিস্টরা মেয়েদের অধিকার সচেতন হওয়ার এই উদ্যোগের প্রতি সমর্থন যুগিয়ে যাচ্ছেন। মেয়েরা খ-কালীন শিক্ষকতার পরিবর্তে পূর্ণ সময়ের জন্য চাকরি, বেকার বসে থাকাদের কর্মসংস্থানের ব্যবস্থা, আর্থিক দুরবস্থায় পতিতদের আর্থিক সহায়তা প্রদান ও দীর্ঘদিন ধরে ঘরে বসে থাকা গ্রাজুয়েট ও স্নাতকোত্তরদের ক্ষতিপূরণ দেয়ার দাবি তুলেছেন এই নেটওয়ার্কে। টুইটারে বিধবা ও তালাকপ্রাপ্তরাও তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। এক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে সউদীতে শতকরা প্রায় ৭৮ ভাগ গ্রাজুয়েট ডিগ্রিধারী মেয়ে কর্মসংস্থানের অভাবে ভুগছে। প্রায় ৫ লাখ তরুণ-তরুণী বেকার জীবনযাপন করছেন।