ইইউ গণভোটের সমর্থনে ইউরোপ সফর শুরু ক্যামেরনের
ইইউ নিয়ে যুক্তরাজ্যে অনুষ্টিতব্য গণভোট সহজতর করার লক্ষ্যে ইউরোপীয় রাষ্ট্রসমূহের রাজধানীগুলোতে সফর শুরু করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ দিকে, হাউস অব কমন্সে উত্থাপিত এ সংক্রান্ত বিলটি বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্যে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের ওপর গণভোটটি অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।
সফরকালে ক্যামেরন ডাচ, ফরাসি, পোলিশ এবং জার্মান প্রধানমন্ত্রীকে রাজি করানোর চেষ্টা করবেন, যাতে যুক্তরাজ্যের ইইউ সদস্যপদ পরিবর্তনের বিষয়টিতে তারা সমর্থন দেন। প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট ভোটারদের এই প্রশ্নটি করতে চায়: ‘যুক্তরাজ্যের কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিত?’ ওই বিলটি, যা বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা, তাতে এই প্রশ্নের বিস্তারিত রয়েছে এবং ২০১৭ সালের শেষ নাগাদ গণভোট অনুষ্ঠানের অঙ্গীকার করা হয়েছে।
উল্লেখ্য, ব্রিটেনের রানির বক্তব্যে একটি সমন্বিত আইনি কর্মসূচির অংশ হিসেবে গণভোটের বিলের ঘোষণা দেয়া হয়েছে, যাতে আরো অন্তর্ভুক্ত রয়েছে শিশু স্বাস্থ্যসেবা বৃদ্ধি, আয়কর জব্দ করা এবং হাউসিং অ্যাসোশিয়েসনের প্রজাস্বত্ব কেনার জন্য অধিকার।