ফিফার মুখোশ উন্মোচিত : ম্যারাডোনা
ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মনে করেন ফিফার কর্মকর্তাদের গ্রেফতারের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির মুখোশ উন্মোচিত হয়েছে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা দীর্ঘদিন থেকেই ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে আসছেন।
যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বুধবার সুইজারল্যান্ডের জুরিখের এক হোটেলে ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়া সাতজন কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ। এ প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, ‘দুর্নীতির দায়ে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই প্রমাণিত হল, ফুটবলের গভর্নিং বডির বিরুদ্ধে আমার অভিযোগগুলো সম্পূর্ণ যৌক্তিক ছিল। অভিযুক্তরা ঘুষ হিসেবে যে অর্থ নিয়েছে তা আফ্রিকান শিশুদের জন্য ট্রেনিং ক্যাম্প করার পেছনে বিনিয়োগ করা উচিৎ।’