দূতের পদ ছাড়ছেন টনি ব্লেয়ার
মধ্যপ্রাচ্য দূতের পদ ছেড়ে দিচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আট বছর এ পদে থাকার পর শেষ পর্যন্ত আগামী মাসে দায়িত্ব থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে ইতোমধ্যে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন ব্লেয়ার। ব্রিটেনের প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ানোর পরপরই ব্লেয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক চতুর্পক্ষের (যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইইউ ও রাশিয়া) প্রতিনিধি হিসেবে দূতের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। এ পদে ব্লেয়ারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় তার পদত্যাগের দাবি জোরাল হচ্ছিল আগে থেকেই। ব্লেয়ার নিজের ব্যবসায়িক স্বার্থে মধ্যপ্রাচ্য বিষয়ক চতুর্পক্ষের দূতের পদটি গ্রহণ করেছেন বলে দাবি করছিলেন অনেকেই। মধ্যপ্রাচ্যে ব্লেয়ারের ব্যবসায়িক স্বার্থের পরিধি বেড়ে চলেছে এ সম্পর্কিত নতুন তথ্য পাওয়া গেলে সমালোচকদের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ক্রমেই জোরাল হতে থাকে। শেষ পর্যন্ত কয়েকটি সূত্র আগামী মাসে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। তবে ব্লেয়ার সরে দাঁড়ালেও মধ্যপ্রাচ্যের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখবেন। চতুর্পক্ষের কাজে সমর্থন ও সহযোগিতা করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।