‘স্কুলে ইরেজার নিষিদ্ধ করা উচিত’
লন্ডনের কিংস কলেজের ভিজিটিং প্রফেসর খ্যাতিমান বিজ্ঞানী গাই ক্ল্যাক্সটন’র মতে ইরেজার বা পেন্সিলের লেখা মোছার রাবার হলো শয়তানের অস্ত্র। সব স্কুল থেকে এ অশুভ জিনিসটা নিষিদ্ধ করা উচিত।
এই বিজ্ঞানী বলেছেন ছোট, নিরীহ এই রাবারের টুকরোটা আদতেই শয়তানের অস্ত্র। ক্ল্যাক্সটন বলেন, ভুল করার ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য এটা এক লজ্জাজনক কালচার হয়ে দাঁড়িয়েছে। এটা হলো সারা পৃথিবীর মানুষের সঙ্গে মিথ্যাচার করা। ইরেজার যেন চিৎকার করে দাবি করে, আমি কখনো ভুল করি না। আমিই এটাকে প্রথমবারের মতো শুদ্ধ করে লিখতে সাহায্য করেছি।
লন্ডনের কিছু স্কুলে অবশ্য কারেক্টিভ ফ্লুড ব্যবহার নিষিদ্ধ। এর কারণ হলো, দুষ্টু ছেলেমেয়েরা এই ফ্লুডকে নাকের কাছে নিয়ে গিয়ে এর গন্ধ শোঁকে। এ কাজটা ক্ষতিকর বটে। বিজ্ঞানী ক্ল্যাক্সটন যুক্তি দেখিয়েছেন, তার চেয়ে ভুলটা স্বীকার করে নেওয়াই ভালো। মানুষের জীবনে সেটাই ঘটে থাকে।