সিরিয়ার আরেকটি রাজ্য আইএসের দখলে

ISISসিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইডলিবও এখন আইএস-এর দখলে৷ সিরীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে এ খবর৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীকে পিছু হঠতে বাধ্য করে আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চলও দখল করে নিয়েছে ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷ গত সপ্তাহে মধ্য সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল তারা৷ এবার আরিহা শহরও ছেড়ে যেতে বাধ্য হওয়ায় আসাদের অনুগত বাহিনী বস্তুতপক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপরই নিয়ন্ত্রণ হারালো৷
এদিকে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার আরিহার আশপাশের আরো কিছু জেলাও দখল করতে শুরু করেছে আইএস৷ ইডলিব রাজ্যে শুধু আরিহাই এতদিন বাশার আল আসাদের বাহিনীর নিয়ন্ত্রণে ছিল৷ এটিও আইএস-এর দখলে চলে যাওয়ায় পার্শ্ববর্তী উপকূলীয় রাজ্য লাটাকিয়াও এখন ঝুঁকির মধ্যে৷
ইডলিবের ওপর ধীরে ধীরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে আইএস আসলে লাটাকিয়ায় হামলা চালানোর পথও উন্মুক্ত করছে৷ প্রসঙ্গত, লাটাকিয়া বাশার আল আসাদের অনুগত বাহিনীর খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি৷ ইরাকেও সাম্প্রতিক সময়ে সাফল্যই পাচ্ছে আইএস৷ কয়েকদিন আগে তারা রামাদি দখল করে নেয়৷
আইএস-কে আরো শক্তিশালী করতে নানা দেশ থেকে নারী-পুরুষের সিরিয়া এবং ইরাকে যাওয়ার চেষ্টাও চলছে৷ অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, সে দেশ থেকে গত কিছুদিনে কমপক্ষে ১০০ জন দেশ ছেড়েছে৷ আইএস-এ যোগ দেয়ার জন্য তাঁরা সিরিয়া বা ইরাকে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ এ ছাড়া ১২জন নারীও আইএস-এ যোগ দেয়ার জন্য দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button