পাকিস্তানে ১ লাখ লোক নাগরিকত্ব হারাচ্ছেন
পাকিস্তানে এক লাখ লোক তাদের নাগরিকত্ব হারাচ্ছেন। ভিনদেশি সন্দেহে তাদের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে দেশটির কর্তপক্ষ।
ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় ডাটাবেজ ও নিবন্ধন কর্তৃপক্ষ (নাডরা) হয় তাদের পরিচয়পত্র স্থগিত করেছে অথবা তাদেরকে নতুন করে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। যে কারণে এই এক লাখ লোক অবৈধ হয়ে গেছে।
অবৈধ হয়ে পড়া এক লাখ লোকের কাছে যে কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেনটিটি কার্ড (সিএনআইসি) ছিল তার মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে নতুন করে তা আর দেওয়া হয়নি। এসব লোককে ‘সন্দেহভাজন বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে হাজার হাজার লোক তাদের দেশে এসে অবৈধভাবে বসবাস করছে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। এদের মধ্যে অনেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে। নাডরা তাদের শনাক্ত করেছে। ফলে তাদের পরিচয়পত্র স্থগিত করা হয়েছে। এই অবস্থায় অবৈধ হয়ে পড়া লোকদের পরিণতি কী হবে, তা এখনো পরিষ্কার করা হয়নি।