তীব্র তাপদাহে ভারতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো
ভারতে তীব্র তাপদাহে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে তীব্র তাপদাহ আরও অন্তত একদিন থাকবে। এ অবস্থায় অসুস্থদের চিকিৎসায় চিকিৎসকদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
তবে তাপদাহে সবচেয়ে মারা গেছে অন্ধ্রপ্রদেশে। ১৪৯০ জন। আর তেলেঙ্গানায় মারা গেছে ৪৮৯ জন।
খবরে বলা হয়েছে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে তাপদাহ অব্যাহত রয়েছে।
দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাপদাহে বেশিরভাগ মৃত্যুর কারণ আমাশয় ও হিটস্ট্রোক।
হাসপাতালগুলোয় জরুরি চিকিৎসেবা দেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে চিকিৎসকদের শুক্রবারের ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন স্থানে খাবার পানি সরবরাহের জন্য ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর চলমান তাপদাহকে ‘প্রাকৃতিক বিপর্যয়’ উল্লেখ করে তা আরও অন্তত একদিন বা তার বেশি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে। পরবর্তী সপ্তাহে মৌসুমি বায়ুর দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।