সারকোজির দলের নতুন নাম রিপাবলিকানস
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার রাজনৈতিক দলের নাম পরিবর্তন করেছেন। ইউনিয়ন ফর এ পপুলার মুভমেন্ট (ইউএমপি) নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘দ্য রিপাবলিকানস’।
নতুন নামের পক্ষে শুক্রবার ফ্রান্সের প্রধান এই বিরোধী দলের সদস্যদের ভোট নেয়া হয়। দলটির ৮৩ ভাগ সদস্যই নতুন নাম অনুমোদন করেছেন। তবে সারকোজির দলের এই পদক্ষেপ ফ্রান্সে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। সমালোচকরা বলছেন, ফ্রান্সের সবাই রিপাবলিকানস।
ধারণা করা হচ্ছে, সারকোজি ২০১৭ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজি বামপন্থী ফ্রাঁসোয়া ওঁলাদের কাছে হেরে যান। এক জনমত জরিপে দেখা গেছে, ফ্রান্সের জনগণের প্রায় ৭০ ভাগ এবং ইউএমপির সমর্থকদের ৪০ ভাগ মনে করেন, কোনো রাজনৈতিক দলেরই ‘রিপাবলিকান’ নাম গ্রহণ করার অধিকার নেই। বামপন্থী সমর্থকরা এই নামকরণের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানালেও তাদের আবেদন খারিজ হয়ে যায়।