লিডসে কমিউনিটি সেন্টারে বাংলাদেশীদের তুমুল সংঘর্ষ
ব্রিটেনে লিডস শহরের একটি কমিউনিটি সেন্টারের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক পক্ষ অন্য পক্ষের দিকে চেয়ার ছুঁড়ে মারে। কেউ কেউ এ সময় লাঠি হাতে তেড়ে যায়। এতে বেশ কিছু লোক আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে ওই সংঘর্ষের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয় ইংল্যান্ডের লিডস শহরের বাংলাদেশী কমিউনিটি সেন্টারে ওই সংঘর্ষ সৃষ্টি হয়। কে ওই কমিউনিটি সেন্টার পরিচালনা করবে তা নিয়ে বাংলাদেশী দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।
লিডস সিটি কাউন্সিলের হারেহিল এলাকার প্রতিনিধিত্ব করেন আরিফ হোসেন। তিনি বলেন, ওই কমিউনিটি সেন্টার পরিচালনা নিয়ে এজিএম চলছিল। তখন দু’পক্ষই এর দায়িত্ব নিতে চায়।
তিনি বলেন, এমন ঘটনায় আমি মর্মাহত। এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কমিউনিটি সেন্টারের সদস্য ৮০২ জন। তাদেরই সিদ্ধান্ত জানানোর কথা কে এই কমিউনিটি সেন্টার পরিচালনা করবে, যেমনটা হয় এমপি বা কাউন্সিলরের ক্ষেত্রে।