মুসলিম হওয়ায়…

Tahera Ahmadএক মুসলিম নারী অভিযোগ করেছেন, বিমানে করে শিকাগো থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে তিনি বৈষম্যের শিকার হয়েছে। তাহেরা আহমদ নামের ওই নারী নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইন্টারফেইথ এনজেগমেন্টবিষয়ক পরিচালক।
তাহেরা তার ফেসবুকে পোস্টে লিখেছেন, শুক্রবার তিনি ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটে ছিলেন। বিমান তখন ছিল ৩০ হাজার ফুট ওপরে। আর তখন বৈষম্যে অপদস্থ হয়ে আমার চোখ দিয়ে পানি নামছিল।
তিনি তার পোস্টে জানান, বিমানবালা এয়ারলাইনটির পরিলিসের দোহাই দিয়ে তাকে ডায়েট কোকের একটি না-খোলা ক্যান দিতে অস্বীকার করেন। কিন্তু তাহেরা লক্ষ করেন, ওই একই বিমানবালা বিমানের অন্য যাত্রীদের নাখোলা বিয়ার এবং অন্যান্য ক্যান দিচ্ছেন।
তাকে কেন না খোলা ক্যান দেয়া হয়নি, তাহেরার এই প্রশ্নের জবাবে ওই বিমানবালা জবাব দিয়েছিলেন, কারণ এটা বিমানে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। এ সময় পাশের আসন থেকে এক যাত্রী সরাসরি তার দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ, তুমি এটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button