বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক : মোদি

Mudiবাংলাদেশ ছোট হলেও তাদের কাছে দেশটির ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক। এ প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তার ঢাকা সফর এক নতুন অধ্যায় সূচিত করতে চলেছে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিম বাংলার দৈনিক আনন্দবাজারের প্রতিবেদক জয়ন্ত ঘোষালকে দেয়া সাক্ষাতকারে তিনি এ সব কথা বলেন।
এতে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মধুর সম্পর্ক দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিস্তীর্ণ অঞ্চলে শান্তি এবং স্থায়িত্ব নিয়ে আসবে।
সীমান্ত নিয়ে মনোমালিন্য মিটে গেলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও মজবুত হবে বলেও দাবি মোদি।
বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদের অনুমোদন নিয়েই বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তিটি করতে চলেছে ভারত। ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে এই সীমান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্র গঠনের পরও সেই বিতর্ক বহাল রয়ে গিয়েছে। আমরা এই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করছি এবং সেটা সর্বসম্মতির ভিত্তিতে। এটা আদৌ সামান্য ঘটনা নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button