আগুনে ধসে পড়ল ডিগনিটি টেক্সটাইল মিল ভবন
ভয়াবহ অগ্নিকান্ডে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডিগনিটি টেক্সটাইল মিল ভবনের কয়েক তলা আগুনে পুড়ে ধসে পড়েছে। রবিবার দুপুর ২টার দিকে লাগা আগুন সোমবার সকাল ১০টায় নিয়ন্ত্রণে আসে।
প্রায় ২০ ঘণ্টার পর ওই কারখানার আগুন নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ রবিবার রাতেই তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। পরে সকালেও ওই কারখানর দুতলায় আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস সকাল ৯টায় ফের আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানিয়েছেন, স্টিলের তৈরি ওই ভবনটি আগুনে গরম হয়ে যাওয়ায় এবং পানি পৌঁছানো সম্ভব না হওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজে বিঘ্ন ঘটেছে। সাত তলা ওই কারখানা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ঢাকা, জয়দেবপুর, শ্রীপুর, ঢাকা সদর দফতর, এবং ময়মনসিংহের ভালুকা স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তারা আপ্রাণ চেষ্টা করেও ২০ ঘন্টায় আগুন নেভাতে পারেনি।
পরে সকালে সাততলা ভবনটির উপরের তিন তলা ধসে পড়লে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ধোঁয়া উড়তে থাকলে ফায়ার দমকল বাহিনী পানি ছিটিয়ে সকাল ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্তারুজ্জামান লিটন বলেন, রাত ২টার দিকে কারখানা ভবনের বাইরের দিকের স্টিলের পাত খুলে পড়তে শুরু করে। সকাল ৯টা পর্যন্ত সাত তলা ওই ভবনের তিন তলা পর্যন্ত ধসে পড়েছে। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপদ দূরত্বে অবস্থান করছে।
এই ধরনের ভবনে আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা তাদের নেই বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।