গাজায় ২,০০০ জুটির গণবিবাহ অনুষ্ঠিত
গাজায় এক গণবিবাহ অনুষ্ঠানে দুই হাজর ফিলিস্তিনি জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রোববার গাজার ইয়ারমুক স্পোর্টস স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। ফিলিস্তিনি ছিটমহলটিতে এটাই এ ধরনের বৃহত্তম অনুষ্ঠান। তুরস্কের ধর্মবিষয়ক দফতর এবং তুর্কি আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এতে আর্থিক সহায়তা প্রদান করে।
নতুন দম্পতিদের মোট ৪০ লাখ ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্কের ওই দুটি সংস্থা। ওই অর্থে নবদম্পতিদের জন্য ৩৪০টি ভবন-সংবলিত ২০টি ভবনও নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে।
গাজার নৌ অবরোধ ভাঙার জন্য তুরস্কের একটি কাফেলায় ইসরাইলি কমান্ডোদের হামলার বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১০ সালের ওই ঘটনায় তুর্কি জাহাজে হামলায় ১০ তুর্কি নিহত হয়। এর পর থেকে ইসরাইল-তুরস্ক সম্পর্ক আর স্বাভাবিক হয়নি।