মোদির বাংলাদেশ সফরে জামায়াতের অভিনন্দন

Jamaatভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ আরো কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীদের বাংলাদেশ সফরকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ সোমবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণ আগামী ৬ ও ৭ জুন বাংলাদেশ সফরে আসছেন। আমি তাদের এ সফরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মাঝে বিরাজমান সমস্যার সুষ্ঠু সমাধান হবে বলে বাংলাদেশের জনগণ আশা করে।
মকবুল আহমাদ বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জনগণের পক্ষ থেকে আশা করছি, ভারতের প্রধানমন্ত্রীসহ মুখ্যমন্ত্রীগণের এ সফরের মাধ্যমে দু-দেশের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান হবে। ১৯৭৪ সাল থেকে ঝুলে থাকা ছিটমহল বিনিময়, অদখলীয় ভূমি হস্তান্তর, অনিষ্পন্ন সীমানা নির্ধারণ, দু’দেশের ৫২ হাজার ছিটমহলবাসীর নাগরিকত্ব সমস্যার স্থায়ী সমাধান এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। একই সাথে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘলায় ও ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত বিরোধের চূড়ান্তভাবে সমাধান হবে।
তিনি বলেন, সুদীর্ঘকাল ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে বলে দেশের জনগণ আশা করে। সেই সাথে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, সীমান্তে প্রতিনিয়ত বিএসএফের গুলিতে বাংলাদেশী মানুষ হত্যা বন্ধের ব্যাপারে ভারত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমি আরো আশা করি ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের ফলে দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে। এ সফর দু’দেশের জনগণের আশা-আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে সক্ষম হবে এবং প্রতিবেশী দু’টি স্বাধীন-সার্বভৌম দেশ নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সার্বিক সাফল্য কামনা করেন। -বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button