‘জামায়াত নিষিদ্ধে আইন মন্ত্রিপরিষদের অনুমোদনের অপেক্ষায়’

Anisun Haqueআইনমন্ত্রী আনিসুল হক সংসদকে জানিয়েছেন, জামায়াত-শিবির নিষিদ্ধের লক্ষ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনের প্রস্তাবটি বর্তমানে মন্ত্রিপরিষদে রয়েছে। মন্ত্রিপরিষদ সেটি অনুমোদন করলেই পাসের জন্য তা সংসদে নিয়ে আসা হবে।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজভাণ্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সুনামগঞ্জ-৫ আসনের মুজিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যে পরিমাণ মামলা উচ্চ আদালতে বিচারাধীন, সে তুলনায় বিচারকের সংখ্যা কম হওয়ায় মামলার জট সৃষ্টি হয়। মামলার জট কমাতে অর্থাৎ প্রতিকারের জন্য সরকার ইতোমধ্যে বেশকিছু সংখ্যক বিচারক নিয়োগ দিয়েছে। অবকাঠামোগত ব্যবস্থার উন্নয়নও করা হয়েছে। এছাড়া আরও বিচারক নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button