মালয়েশিয়া এয়ারলাইন্সে ছাঁটাই হচ্ছেন ৬ হাজার কর্মী
মালয়েশিয়া এয়ারলাইনস কার্যত ‘দেউলিয়া’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির নতুন প্রধান নির্বাহী (সিইও) ক্রিস্টোফ মুয়েল্লার। সোমবার সাংবাদিকদের সামনে এ কথা বলেন জার্মান নাগরিক মুয়েল্লার।
সেইসঙ্গে মালয়েশিয়া এয়ারলাইনসকে ঢেলে সাজাতে সংস্থাটির ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। সংস্থাটির গত বছরের দুটি বড় বড় দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কার্যত দেউলিয়া হয়ে গেছি। ২০১৪ সালের মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের সুনাম অনেক ক্ষুণ্ন হয়েছে।’
প্রসঙ্গত, গত মার্চ মাসে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়, যার খবর আজও পাওয়া যায়নি। এর চার মাস পর সংস্থাটির এমএইচ১৭ ফ্লাইটের বিমানটি ২৯৮ জন যাত্রী নিয়ে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়।
ভয়াবহ ওই দুটি দুর্ঘটনার পর মারাত্মক ইমেজ সংকটে পড়ে মালয়েশিয়া এয়ারলাইনস। এমন প্রেক্ষাপটে সংস্থাটির পক্ষ থেকে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হল। দায়িত্ব পাওয়ার পর অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ২০ হাজারের মধ্যে ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলেন ৫২ বছর বয়সী মুয়েল্লার।