ব্রিটেনের পুলিশ বিভাগে নীরব অসন্তোষ
ব্রিটেনের পুলিশ বিভাগে দেখা দিয়েছে নীরব অসন্তোষ। বিগত চার বছরে এর লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে। বহুদিন ধরেই ব্রিটেনে পুলিশ বিভাগে চলছে কৃচ্ছতা। পুলিশ প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, বিগত ২০১১ সাল থেকে পুলিশ বিভাগের জন্য ধার্য সরকারি ব্যয় থেকে ২০ শতাংশ অর্থ কেটে রাখা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কাজ হারাচ্ছেন অনেক পুলিশ, প্রয়োজনীয় সুবিধাদি থেকেও বঞ্চিত হয়ে চলেছেন।
দেশের নিরাপত্তা খাতের সার্বিক ব্যয়ে সঙ্গতি রাখার জন্যে এ অংশ কেটে নেয়া হচ্ছে বলে জানা যায়।
বাংলাদেশসহ একাধিক বিদেশি রাষ্ট্রের পুলিশ বিভাগের সঙ্গে ব্রিটিশ সরকারের বিশেষ অনুদানকে ঘিরে, সম্প্রতি অসন্তোষ ঘনিয়ে উঠেছে।
ব্রিটেনের দ্য সান পত্রিকা এ বিষয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন উপস্থাপন করেছে।
সে সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ, কঙ্গো, মালাবি এবং নাইজেরিয়া ঐ দেশগুলোর পুলিশ খাতে, ব্রিটেন সরকার ব্যয় করেছে প্রায় সাড়ে ১৮ কোটি পাউন্ড।
কৃচ্ছতা অবলম্বন করার প্রকল্প ট্রয় প্লান-এর আওতায় ৩০,০০০ পুলিশকে ছাঁটাই করা হবে। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১৭,০০০ পুলিশকে চাকরিচ্যূত করা হয়েছে।
শুধুমাত্র ল্যাঙ্কাশায়ার কাউন্টিতে ২৯টি পুলিশ স্টেশন বন্ধ হয়ে গেছে বরাদ্দকৃত অর্থের অভাবে। অপরদিকে কঙ্গোতে ব্রিটেনের অনুদানে নতুন ২৩টি পুলিশ স্টেশন খোলা হয়েছে।
কঙ্গো ছাড়াও বাংলাদেশ, নাইজেরিয়া ও মালাবি ব্রিটেনের আন্তর্জাতিক দপ্তর থেকে নিয়মিত অনুদানের অর্থগ্রহণ করে থাকে।
দ্য সানের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুলিশ প্রশাসনের এমন কৃচ্ছতার নিন্দা করেন স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে।