ফখরুলসহ ১৮ দলীয় নেতাদের জামিন
সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এ এইচ এম হাবিবুর রহমানের আদালত এই জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন আবেদন করেন।
শাহবাগ থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে থাকলেও মামলাটি বিচারের জন্য সিএমএম কোর্টে আসায় নতুন করে জামিন নেয়ার বিধান থাকায় মামলার আসামিরা এই জামিনের আবেদন করেন।
জামিন নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ ও জোট নেতারা আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।
শাহবাগ থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে থাকলেও মামলাটি বিচারের জন্য সিএমএম কোর্টে আসায় নতুন করে জামিন নেয়ার বিধান থাকায় মামলার আসামিরা এই জামিনের আবেদন করেন।
জামিন নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ ও জোট নেতারা আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।