২৫ অক্টোবর ভেঙে যাচ্ছে সংসদ
জাতীয় সংসদের চিপ হুইপ আব্দুস শহিদ জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর ভেঙ্গে দেয়া হতে পারে নবম জাতীয় সংসদ। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া অধিবেশনই হতে পারে এ সংসদের শেষ অধিবেশন।
তিনি বলেন, রাজনৈতিক সমঝোতারভিত্তিতে সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে এ অধিবেশনেই সেটা ঘটাতে হবে।
২০০৮ সালের ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পর ২০০৯ সালের ২৫ জানুয়ারি বর্তমান সংসদের যাত্রা শুরু। সাড়ে চার বছর পেরিয়ে নবম জাতীয় সংসদ শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট চলতি সংসদের ১৯তম অধিবেশন ডেকেছেন ১২ সেপ্টেম্বর। চিফ হুইপ বলেছেন, এ অধিবেশনই হতে পারে শেষ অধিবেশন। কেননা সামনেই ২৫ অক্টোবর। মেয়াদ শেষের তিন মাস আগেই থামতে হবে সংসদকে। কিন্তু ২৫ অক্টোবর কি ভেঙ্গে যাবে সংসদ? এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের চিফ হুইপ বলেছেন, ভেঙ্গে যাবে।