ব্রিটেনের ইইউয়ে থাকার পক্ষে সমর্থন বাড়ছে
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থেকে যাওয়ার পক্ষে জনসমর্থন বাড়ছে। ৫৫ শতাংশ ব্রিটিশ ইইউয়ে যুক্তরাজ্যের থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছে। গতবছর যা ছিল ৫০ শতাংশ এবং ২০১৩ সালে এ হার ছিল ৪৬ শতাংশ। ৭ এপ্রিল থেকে ১৩ মের মধ্যে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে আছে মাত্র ৩৬ শতাংশ ব্রিটিশ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ৭ মে পুনির্বাচিত হয়ে ক্ষমতাসীন হওয়ার পর ইইউ এ থাকা না থাকা নিয়ে ২০১৭ সালের শেষ নাগাদ গণভোটের আয়োজন করার আগে ব্লকটির সঙ্গে দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর আগেও এ ভোট অনুান করতে পারেন তিনি। ২০১৩ সালের জরিপে ব্রিটিশরা ইইউ এ যুক্তরাজ্যের থাকা না থাকার ব্যাপারে সমান দুভাগে বিভক্ত ছিল। ৪৬ শতাংশ ব্রিটিশ মত দিয়েছিল ইইউয়ে থাকার পক্ষে আর ৪৬ শতাংশ বিপক্ষে। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ইইউ এর পক্ষে সমর্থন দেখা গেছে বেশি। তাদের ৬৯ শতাংশই ইইউয়ে থাকার পক্ষে মত দেয় আর মাত্র ২৫ শতাংশ মত দেয় বিপক্ষে। আর ৫০ উর্ধ্বরাই সবচেয়ে বেশি মত দিয়েছে ইইউয়ে যুক্তরাজ্যের সদস্যপদ রাখার বিপক্ষে। ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে দেশটি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কিন্তু ইইউয়ে যুক্তরাজ্যের থাকার পক্ষে ব্রিটিশদের সমর্থন বাড়লেও অন্যান্য ইইউ সদস্যদেশ যেমন: পোল্যান্ড, ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্সের তুলনায় ব্রিটিশদের ইইউ সদস্যপদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি।