মামলার মুখে এইচএসবিসি ব্যাংক
ট্রাস্টি হিসেবে যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসিকে। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত গত সোমবার এইচএসবিসি হোল্ডিংসের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার সময় প্রায় ৩৪ বিলিয়ন ডলার লোকসানকারী তিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এইচএসবিসিসহ ২৭১টি ট্রাস্ট্রির বিরুদ্ধে এ মামলা করেছে। ব্ল্যাক রক, এলিয়েঞ্জ এবং প্যাসিফিক ইনভেস্টমেন্ট নামে এই তিন প্রতিষ্ঠান এমন কিছু ঋণপত্রে বিনিয়োগ করে যে গুলোর বন্ধক হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন সংস্থা।