‘জিয়ার একটি কর্মসূচিও বাস্তবায়ন করেনি বিএনপি’
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধুর কর্মসূচি গ্রহণ করেনি, তেমনি বিএনপিও জিয়ার একটি কর্মসূচিও বাস্তবায়ন করেনি। বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। যদিও মানুষ এটা গ্রহণ করেনি। এমনকি বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগও বাকশাল চায়নি। একইভাবে জিয়াউর রহমানের বৈপ্লবিক খালকাটা কোনো কর্মসূচিই বিএনপি বাস্তবায়ন করেনি।’
বৃহস্পতিবার দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় চার নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এম এ জি ওসমানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।
বি. চৌধুরী বলেন, ‘দেশের উন্নয়নে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও সমতলের মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘সবুজ বিপ্লব বাস্তবায়নে জিয়া খালকাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। জিয়া দেশের মানুষের কল্যাণে খালকাটা কর্মসূচি বাস্তবায়নে দেড় থেকে দুই হাজার মাইল পথ হেঁটেছেন। লাখ লাখ মানুষকে জাগিয়েছেন।’
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বি. চৌধুরী বলেন, ‘উন্নয়ন বাজেট দুই-তৃতীয়াংশ না হলে তা জনবান্ধব হবে না। ঘাটতি বাজেট দিয়ে শুরু হলে যত প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কী করে বাস্তবায়ন করা হবে— এটা পরিস্কার করার গ্যারান্টি দিতে হবে। জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে।’
বি চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর জন্য বাজেটের বিশাল একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এই খাতে দুর্নীতি হলে তা গ্রহণযোগ্য হবে না।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইফসুফ, ওবায়দুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, আইনুল হক, মো. শাহ আলম, বিএম নিজাম, সাইফুল ইসলাম শোভন প্রমুখ।