বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর উপহার সৌদি সরকারের

Datesআসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর উপহার পাঠিয়েছে সৌদি সরকার। বৃহস্পতিবার সৌদি দূতাবাসের চার্জ দা এফেয়ার্স খালিদ সুলতান আল ওতবাইবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামালের কাছে তার কার্যালয়ে এ উপহার হস্তান্তর করেন। দূতাবাসের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সৌদি চার্জ দা এফেয়ার্স বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক সব সময়েই আন্তরিক। বাংলাদেশের ভাল-মন্দ সকল সময়েই সৌদি সরকার ভাইয়ের মত পাশে থেকেছে। সৌদি সরকার সব সময়েই বাংলাদেশের মুসলিম জনগণের কল্যাণ কামনা করে। ত্রাণ সচিব বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতোমধ্যে এ খেজুর গ্রহণ করেছে। রমজানের পূর্বেই তা মাঠ প্রশাসনের মাধ্যমে দুঃস্থ ও গরীবদের মাঝে বিতরণ করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button