সহসাই বাতিল হচ্ছে না হিউম্যান রাইটস এক্ট
বর্তমান টোরি সরকারের মেনুফেষ্টু অনুযায়ী প্রস্তাবিত হিউম্যান রাইটস এক্ট সহসাই বাতিল হচ্ছে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাত দিয়ে মূলধারার বিভিন্ন সংবাদ পত্র জানায় ২০১৭ সালের ইউরোপিয়ান ইউনিয়নের প্রশ্নে গণভোট হওয়ার আগে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হবে না। ঐ সালের সেপ্টম্বরের দিকে ব্রিটেন ইউরোপিয় ইউনিয়নে থাকবে কি থাকবে না এ বিষয়ে গণভোট হবে। তার পরেই হিউম্যান রাইটস এক্ট বাতিল নিয়ে সরকার সিদ্ধান্ত নিবে। গত সাপ্তাহে রানীর বক্তব্য থেকেও বিষয়টি বাদ দেয়া হয়। প্রাথমিকভাবে ধরে নেয়া হয়েছিল সরকার ব্রিটিশ বিল অফ রাইটস খসড়া চুড়ান্ত করার বছরখানেক পরে হিউম্যান রাইটস এক্ট বাতিল করবে। কিন্তু এব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের স্বদইচ্ছার অভাবে হিউম্যান রাইটস এক্ট বাতিলের বিষয়টি এগুচ্ছেনা। তবে মেন্যুফেষ্টু অনুযায়ী ইমিগ্রেশন সক্রান্ত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ও মনিটরিংয়ের জন্য সরকার একটি টাস্কফোর্স গঠন করবে। এই টাস্কফোর্সের প্রধান হবেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন আর সদস্য হিসেবে থাকবেন হোম সেক্রেটারী থেরেসা মে, জাস্টিস সেক্রেটারী মাইকেল গোব এবং ওলিভার লেটউইন এমপি।