মিসরীয় দূতাবাসে হুমকি : শিবির কর্মী আটক
ঢাকাস্থ মিসরীয় দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় জড়িত সন্দেহে শওকত আলী হিরণ নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে ১২ টায় রাজধানীর ফার্মগেট এলাকায় একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ব্রাদারহুড পরিচয়ে কে বা কারা বাংলাদেশে অবস্থিত মিসরীয় দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় দূতাবাস কর্তৃপক্ষ ৩১ আগস্ট পর্যন্ত ভিসা ইস্যু কেন্দ্র বন্ধ ঘোষণা করে।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে তথ্য প্রমাণের ভিত্তিতে হিরণকে আটককরে ডিবি কার্যালয়ে নেয়া হয়।