কারফিউ লঙ্ঘনের অভিযোগে মিশরে ২ বাংলাদেশী গ্রেপ্তার
মিশরের রাজধানী কায়রোতে দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই দুই বাংলাদেশীর মধ্যে একজন ছাত্র। আটক দুই বাংলাদেশীর পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের একজনের নাম নাসিরুদ্দিন। তিনি পেশায় শ্রমিক। বেলায়েত নামের গ্রেপ্তার হওয়া অপরজন ছাত্র। নানা সমস্যা ও সহিংসতার আবর্তে থাকা মিশরে কারফিউ লঙ্ঘন করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এম শামীম আহসান এ তথ্য দিয়েছেন। কায়রোর বাংলাদেশী দূতাবাসের উদ্ধৃতি দিয়ে ওই কর্মকর্তা জানান, দূতাবাস আটক হওয়া বাংলাদেশীদের অচিরেই মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শামীম আহসান আরও বলেন, গত ১৬ই আগস্ট আরেক বাংলাদেশী নাগরিক এম সায়েদ আহত হন। তিনি পেশায় শ্রমিক। চিকিৎসার পর তিনি দেশে ফিরেছেন বলেও জানানো হয়। এদিকে মিশরের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো আহ্বানে বাংলাদেশী নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের চলাফেরা যতোটা সম্ভব কমানোর অনুরোধ জানানো হয়েছে।