সিরিয়ার প্রত্নসামগ্রী সংরক্ষণ করছে ব্রিটিশ মিউজিয়াম
সিরিয়ার কিছু অতিমূল্যবান প্রত্নতাত্বিক শিল্প নিদর্শন হেফাজতে রেখেছে ব্রিটিশ মিউজিয়াম। সিরিয়ায় অস্থিতিশীলতা কেটে গেলে সেগুলো আবার ফেরত দেয়া হবে। ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক নেইল ম্যাক গ্রেগর বলেন, তারা সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলো থেকে পাচার হওয়া সিরিয়ার প্রত্নতাত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের চেষ্টা করছে।
নেইল ম্যাক গ্রেগর ব্রিটেনের সরকারকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা করার আন্তর্জাতিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করার আহ্বান জানিয়ে বলেন, আমরা আফগানিস্তান থেকে পাচার হওয়া প্রত্ন সামগ্রীও সংরক্ষণ করেছি। দ্বিতীয় মহাযুদ্ধের পর সিরিয়ার যুদ্ধে সবচেয়ে বেশি প্রত্নসামগ্রী বিনষ্ট হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আইএস প্রাচীন নগরী পালমিরা দখলের পর নগরীটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আইএস সিরিয়ার প্রত্নসামগ্রীগুলো লুট করার পর বিক্রি করে দিচ্ছে।