জনগনের উপর নির্যাতন চালানোর জন্য ক্ষমা চাইলেন সিসি
অবশেষে এক বছর পর জনগণের উপর নির্মম পুলিশি নির্যাতনের জন্য মিশরীয় জাতির কাছে ক্ষমা চাইলেন দেশটির জোরপূর্বকভাবে ক্ষমতা দখলকারী সেনা সমর্থিত প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।
গতকাল রোববার প্রেসিডেন্ট সিসি তার অফিসে এক বছর পর জাতির কাছে এই ক্ষমা চান।
সিসি বলেন, আমি মিশরের প্রত্যেক নাগরিকের কাছে ক্ষমা চাই, যারা নির্যাতনের শিকার হয়েছিল। সংঘটিত এ ঘটনার জন্য মিশরীয় নাগরিকদের নিকট আমিই দায়ী।
সিসি ঘটনার জন্য জাতির কাছে ক্ষমা চাইলেও এর সমাধানের বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি।
মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ক্ষমতা গ্রহণের এক বছর পরই সিসি সেনাবাহিনীর সহযোগিতায় প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকে সাবেক প্রেসিডেন্ট মুরসি জেলে আটক রয়েছেন। এছাড়াও তার শত শত সমর্থককে মৃত্যুদন্ড দিয়েছেন সিসির সরকার।