একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে একেপি
তুরস্কের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দলটি। গত ১৩ বছরের মধ্যে এবারই প্রথমবারের মত একক সংখ্যাগরিষ্ঠতা হারালো তারা।
বেসরকারি ফলাফলে দেখা গেছে মোট ভোটের ৪০ দশমিক আট শতাংশ ভোট পেয়েছে তারা। নির্বাচনে প্রত্যাশার বেশি উত্থান হয়েছে কুর্দি জাতীয়তাবাদী দল এইচডিপি’র। ১০ শতাংশ ভোট পেয়ে প্রথমবারের মত পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছে দলটি। ২৫ শতাংশ ভোট পেয়েছে রিপাবলিকান পিপলস পার্টি। এই ফলাফলে অনিশ্চিত হয়ে পড়লো প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা। সংবিধান সংশোধন করে দেশে প্রেসিডেন্টের শাসন প্রবর্তন করতে তোড়জোড় চালিয়ে আসছেন ২০০৩ সালে ক্ষমতায় আসা এই নেতা।