২৫ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি ব্যাংক
বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যাংক এইচএসবিসি। তারা এবার বিশ্বব্যাপী ২৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এরই মধ্যে এইচএসবিসি যুক্তরাজ্যে ৮ হাজার কর্মীকে ছাঁটাই করার চিন্তা করছে। ব্যবসা সহজ ও খরচ কমানোর জন্য এ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। খবর বিবিসি ও রয়টার্স অনলাইনের।
এইচএসবিসিতে বর্তমানে বিশ্বব্যাপী ২ লক্ষ ৬৬ হাজার কর্মী রয়েছে। শুধু যুক্তরাজ্যে ব্যাংকটির ৪৮ হাজার কর্মী রয়েছে। এদের মধ্যে ২৫ হাজার কর্মী ছাঁটাই করা হবে। যা ব্যাংকটির মোট কর্মীর ১০ শতাংশ।
একইসাথে ব্যাংকটি তুরস্কে এবং ব্রাজিলে তাদের ব্যবসা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
২০১০ সালে বিশ্বব্যাপী ব্যাংকটির ২ লক্ষ ৯৫ হাজার কর্মী ছিল। ২০১৪ সালের শেষে তা কমে ২ লক্ষ ৫৮ হাজারে দাঁড়ায়। ২০১৭ সাল নাগাদ ব্যাংকটি তাদের কর্মী সংখ্যা ২ লক্ষ ৮ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা করছে।
প্রধান নির্বাহী স্টুয়ার্ট গুলিভার ২০১১ সালের শুরুতে ব্যাংকটির দায়িত্ব নেয়ার পর থেকে মুনাফা বৃদ্ধির চেষ্টা করে আসছেন। ব্যাংকটির খরচ কমানো তথা মুনাফা বৃদ্ধির জন্য এটা তার দ্বিতীয় পদক্ষেপ। এর আগে তিনি ব্যাংকটির মুনাফা বৃদ্ধির জন্য উচ্চ মাত্রার খরচ ও জরিমানা কমিয়ে আনেন এবং কম সুদের ঋণ বাতিল করে দেন।