বিশ্বের সবচেয়ে সেরা ক্লাব ম্যানচেস্টার
ফুটবল ক্লাব হিসেবে বিশ্বের সবচেয়ে মূল্যবান দলের মর্যাদা পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া প্রথম কোনো ক্লাব হিসেবে ‘বিলিয়ন ডলার’ ব্র্যান্ডে নিজেদের নাম লেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এ দলটি। ব্র্যান্ড ফাইনৗান্সের এক জরিপে এ তথ্য উঠে আসে।
জরিপ অনুযায়ী, ৫০ শতাংশ ব্যাংকিং মূল্যে শীর্ষস্থান দখল করে রেড ডেভিলসরা। যদিও লুইস ফন গালের অধীনে সদ্য শেষ হওয়া মৌসুমে কোন শিরোপাই ঘরে তুলতে পারেনি দলটি। তবে ৬৪ শতাংশ ক্রমোন্নতিতে সবার ওপরে ১.২ বিলিয়িন ডলারে পৌঁছায় ম্যানইউ।
এর আগে তৃতীয় অবস্থানে থাকা ম্যানইউ শীর্ষে উঠতে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলার রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখকে। এ জরিপে রিয়াল পেছনে থাকলেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোরাই শীর্ষে।