জি৭ সম্মেলনে পরিবেশ ও সন্ত্রাসবাদ বিষয়ে ঐকমত্যে
বৈশ্বিক তাপমাত্রা হ্রাস ও সন্ত্রাসবাদ দমনে সামরিক শক্তি প্রয়োগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন জি-৭ নেতারা। শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট, জি৭ সম্মেলনে অংশ নেয়া সাতটি দেশের নেতারা এই দুটি ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেন।
জার্মানিতে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে জি৭ নেতারা বলেছেন, ২০১৫ সালের মধ্যে সারাবিশ্বে গ্রিন হাউস গ্যাসের নি:সরণের পরিমাণ ৪০ থেকে ৭০ শতাংশে হ্রাস করার বিষয়ে সমর্থন দেবেন তারা। বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়েও সিদ্ধান্ত নেন তারা।
গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে বেশ কিছু কঠিন লক্ষ্য পূরণে, একজোট হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন, ‘ক্লাইমেট চ্যান্সেলর’ হিসেবে খ্যাতি পাওয়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জলবায়ু পরিবর্তনের শিকার দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তারও প্রস্তাব করেছেন তিনি। এছাড়া গ্রিসের ঋণ সংকট নিয়েও আলোচনা করেন জার্মান চ্যান্সেলর।
জলবায়ু ইস্যু নিয়ে কাজ করার পাশাপাশি সন্ত্রাসবাদ উত্থানের ফলে হুমকিতে পড়া বিশ্ব নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করতে ঐক্যমত পোষণ করেছেন নেতারা। ইউক্রেইনে লড়াই বন্ধে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে একমত হয়েছেন জি৭ নেতারা।
পরে জি৭ এর আলোচনায় যোগ দেন ইরাক, নাইজেরিয়া ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানরা। আলোচনায় দেশগুলোতে আইএস ও বোকো হারামের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট হুমকির বিষয়টি তুলে ধরা হয়। সম্মেলনে জার্মানি ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, কানাডা ও ইতালির রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।