মিয়ানমার সীমান্তে ভারতীয় বাহিনীর হামলা, নিহত শতাধিক

Indiaমিয়ানমার সীমান্তে ‘বিদ্রোহীদের’ ঘাঁটিতে এমআই-১৭ হেলিকপ্টার যোগে হামলা চালিয়েছে ভারতীয় প্যারা কমান্ডো বাহিনী।
মঙ্গলবারের ৪৫ মিনিটের এই অভিযানে শতাধিক বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একটি গাড়িবহরে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২০ সেনা নিহতের ঘটনার প্রতিশোধ নিতে এ অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, সীমান্তের ওপারে নোকলাকে এনএসসিএন’র (খাপলাং) একটি ঘাঁটি এবং মণিপুরের উখরুল জেলার সীমান্ত বরাবর কেওয়াইকেএলের একটি ঘাঁটিতে এ অভিযান চালানো হয়েছে।
সীমান্তবর্তী এলাকার সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকায় চক্কর দেয় এবং মেশিনগান থেকে গুলি ছুঁড়তে থাকে।
বিশেষ বাহিনী হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্যারা রেজিমেন্টের সৈন্যরা এই অভিযান চালায়।
এই বিচ্ছিন্নতাবাদীদের কয়েকজন গত বৃহস্পতিবার সেনাবাহিনীর উপর হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা তাদের।
সশস্ত্র বিদ্রোহীরা আরো হামলা করতে যাচ্ছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলায় অনুমোদন দিয়েছেন।
অন্য একটি স্বাধীন দেশের অভ্যন্তরে এ ধরনের সামরিক হামলা চালানো যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে ভারত সরকারের দাবি, নব্বইয়ের দশক থেকে দুটি দেশের মধ্যে চুক্তি রয়েছে যে তারা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালাতে পারবে। এছাড়া দুটি দেশের লোকজন সীমান্ত পেরিয়ে ১৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button