ব্রিটেনেও যুক্তরাষ্ট্রের অ্যানথ্রাক্স !
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন থেকে পাঠানো তাজা অ্যানথ্রাক্সের একটি নমুনা ব্রিটেনের একটি গবেষণাগার গ্রহণ করে থাকতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। গবেষণাগারটির নাম প্রকাশ না করে মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নয়, যুক্তরাজ্যের লোকজনই গবেষণাগারটি পরিচালনা করতো।
ওয়ারেন বলেন, ‘আরেকটি চালান পাঠানোর ঘটনা উদঘাটিত হয়েছে। এই চালানের নমুনাগুলো ম্যাসাচুসেটস্ ও যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল।’
এই দুটি গবেষণাগার যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেশের ভিতরে ও বিদেশে যে সব গবেষণাগারের অ্যানথাক্স পাঠানো হয়েছে তাদের সংখ্যা ৬৮টিতে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে চারটি গবেষণাগার বিদেশি রাষ্ট্রের মাটিতে, যার একটি আবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক্তিয়ারাধীন নয়।