সিরিয়ায় পরস্পর যুদ্ধরত ৫টি সশস্ত্র দল

সিরিয়ার নিয়ন্ত্রণ হারাচ্ছেন আসাদ

Asadসিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ দীর্ঘ চার বছরের রক্তাক্ত গৃহযুদ্ধে ক্রমশই দুর্বল হয়ে পড়ছেন। আর দেশটির ওপর তার নিয়ন্ত্রণ কমে আসছে। প্রায় চার বছর আগে শুরু হওয়া এ গৃহযুদ্ধে ২ লাখ ৩০ হাজারের বেশি সিরীয় পাণ হারায়। রক্তাক্ত সিরিয়া এখন বিভক্ত জনপদ।
সিরিয়ায় এখন ক্ষমতার লড়াইয়ে অবতীর্ণ বেশ কয়েকটি পক্ষ। তার মধ্যে আসাদ সমর্থক গোষ্ঠী, আসাদ বিরোধী মধ্যপন্থী বিদ্রোহী, স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস, কুর্দি জনগোষ্ঠী এবং আলকায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টসহ একাধিক সশস্ত্র উপদল। গত ২০ মে প্রাচীন ইতিহাস সমৃদ্ধ পালমিরা নগরী দখল করে আসাদ গোষ্ঠীকে বড় ধরনের ধাক্কা দেয় আইএস। ধারণা করা হয়, আইএস বর্তমানে সিরীয় ভূখণ্ডের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে। আসাদ বিরোধী মধ্যপন্থী বিদ্রোহী এবং আল-নুসরা ফ্রন্টসহ কয়েকটি বিদ্রোহী উপদলের কাছে সম্প্রতি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে আসাদ বাহিনী।
পুরো ইদলিব প্রদেশ হাতছাড়া হওয়ার পর দেরা প্রদেশের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি থেকে বিতাড়িত হয়েছে তারা।
আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, স্বৈরশাসক আসাদ এখন সিরীয় ভূখণ্ডের ২০-৩০ ভাগ নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button