‘নারীরা পুরুষদের প্রেমে পড়তে বাধ্য করে’ মন্তব্য করায় ব্রিটিশ বিজ্ঞানী বরখাস্ত
‘নারীরা পুরুষদের প্রেমে পড়তে বাধ্য করে’ বলে মন্তব্য করে বিপাকে পড়েছেন নোবেলজয়ী এক ব্রিটিশ বিজ্ঞানী। ওই মন্তব্যের জের ধরে তাকে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অনারারি অধ্যাপকের পদ ছাড়তে হয়েছে। টিম হান্ট নামের ব্রিটিশ নোবেলজয়ী রসায়নবিদ সিউলে গত মঙ্গলবার এক আন্তর্জাতিক সম্মেলনে বলেন যে বিজ্ঞানীদের এমন গবেষণাগারে কাজ করা উচিত যেখানে কোনো নারী নেই।
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ মেয়েদের নিয়ে আমার বিড়ম্বনার কথা আপনাদের বলতে চাই…তারা যখন গবেষণাগারে থাকে তখন তিনটি জিনিস ঘটে। আপনি তাদের প্রেমে পড়বেন, তারা আপনার প্রেমে পড়বে এবং যখন আপনি তাদের সমালোচনা করবেন তারা কেঁদে ফেলবে।’
এ মন্তব্যে জের ধরে হান্টের সমালোচনা শুরু হলে তাকে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অনারারি অধ্যাপকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
৭২ বছর বয়সী হান্ট ২০০১ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পান।
তিনি বলেছেন, কৌতূকচ্ছলে তিনি কথাগুলো বলেছিলেন। তবে নারীদের নিয়ে বিড়ম্বনার বিষয়ে তিনি তা বক্তব্যে অনড়। নিজেকে নারী বিদ্বেষী বলেও পরিচয় দেন হান্ট।