৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা
বিবিসিএ‘র আনুষ্টানিক যাত্রা শুরু
ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্সদের নতুন সংগঠন ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারারর্স এসোসিয়েশন (বিবিসিএ) কারিশিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করলেন সেক্রেটারী অব ষ্টেট ফর এডুকেশন নিকিমর্গান এমপি। গতকাল ১০জুন বিকেলে ইষ্টলন্ডনের রয়েল রিজেন্সী ব্যানকুইটিং হলে নবগঠিত সংগঠন বিবিসিএ‘র লঞ্চিং অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আশাবাদ ব্যাক্ত করেন। নিকি মর্গান এমপি বলেন নতুন এই সংগঠনটি উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে এই সেক্টরে কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখতে পারে। অনুষ্টানে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ষ্টিফেন টিমস এমপি, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের কমার্শিয়াল কাউন্সিলার শরীফা খাতুন।
মনিরা পারভিন ও জেনি রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরী। এর পর বক্তব্য রাখেন কনভেনিং কমিটির সদস্য কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম কনভেনিং কমিটির আহবায়ক প্রবীন ক্যাটারারর্স আতিকুর রহমান খান সকলের উপস্থিতিতে কনভেনিং কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৬১সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন। এই কমিটিতে রয়েছেন প্রেসিডেন্ট ইয়াফর আলী, সেক্রেটারী শাহানুর খান, টেজারার এলাইছ মিয়া মতিন, অন্যান্য গুরুত্ব পূর্ণপদে যাদের নাম ঘোষনা করা হয় তাদের মধ্যে রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান খান , ১৫জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে অন্যান্যদের মধ্যে রয়েছেন কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, কামাল জাহাঙ্গির মিয়া, আব্দুল কুদ্দুস তারাউল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী সহিদুর রহমান, বেলাল হোসাইন, অর্গেনাইজিং সেক্রেটারী সেলিম চৌধুরী, মেম্বারশীফ সেক্রেটারী এনামুল করিম খান (সেলিমখান), প্রেস এন্ড পাবলিকেশন কাউন্সিলার আতিকুল হক, জয়েন্ট মেম্বারশীফ সেক্রেটারী সৈয়দ ফখরুল আলম পাভেল, সিনিয়র সদস্যদের মধ্যে নাম রয়েছে প্রবীণ ক্যাটারারর্স আশরাফ উদ্দিন, আলহাজ মানিক মিয়া প্রমুখের। এছাড়াও আরো বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ইয়াফর আলী, সেক্রেটারী শাহানুর খান, অতিথিদের মধ্য থেকে বক্তব্য লন্ডন বাংলাপ্রেসক্লাবের প্রেসিডেন্ট নবাব উদ্দিন, এনটিভির সিইও সাবরিনা হোসেন, এটিএন বাংলার সিইিও হাফিজ আলম বখস প্রমুখ। এউপলক্ষে একটি সংকলন প্রকাশ করা হয়। ব্রিটিশ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টানের শুভসূচনা করা হয়। অনুষ্টানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্টান এতে বিলেতের জনপ্রিয় শিল্পিরা সংঙ্গীত পরেবেশন করেন।