সিঙ্গাপুরে ৯০ ভাগ বাংলাদেশি পর্যাপ্ত খাবার পায় না
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের প্রতি দশজনের নয়জনকেই নোংরা ও অস্বাস্থ্যকর খাবার দেয়া হয় বলে অভিযোগ করেছেন প্রবাসী শ্রমিকরা। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটির (এনইউএস) রিসার্চ সেন্টারের করা এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। সংস্থাটি ৫০০ শ্রমিককে নিয়ে এ জরিপ পরিচালনা করে।
এছাড়াও, জরিপে অংশ নেয়া অধিকাংশই অভিযোগ করেছেন যে, তারা যথেষ্ট খাবার তাদের মালিকের কাছ থেকে পায় না।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক অধ্যাপক মোহন জে দত্ত বলেন, ‘আমাদের গবেষণায় আমরা মনে করেছিলাম, বেতন নিয়ে বিরোধের বিষয়টি শ্রমিকদের প্রধান সমস্যা। কিন্তু শ্রমিকদের সাথে কথা বলার মাধ্যমে আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এ সব শ্রমিকদের সবচেয়ে রড় সমস্যা হচ্ছে খাবার সমস্যা।’
তিনি বলেন, ‘এ খাদ্য হতে পারে স্বাস্থ্যের অবিচ্ছেদ্য কিন্তু তা সহজেই প্রত্যাখ্যাত করা যায়।’