মারকেলের ফোনে আড়ি পাতার প্রমাণ নেই
অ্যাঙ্গেলা মারকেলের মোবাইল ফোনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) আড়িপাতার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে একবছর ধরে তদন্তের পরও আদালতে উত্থাপনের মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া না যাওয়ায় জার্মানির শীর্ষ পাবলিক প্রসিকিউটর তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন। এনএসএর পলাতক সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন মারকেলের ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার অভিযোগে তুলেছিলেন। তার হাতে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। জার্মানির ফেডারেল প্রসিকিউটরস অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফৌজদারি মামলার জন্য আদালতে যে ধরনের প্রমাণ উত্থাপন করতে হয়, এই অভিযোগে সে ধরনের প্রমাণ পাওয়া যায়নি। পর্যাপ্ত প্রমাণের অভাবে তদন্ত কাজ এখানেই শেষ করার সিদ্ধান্ত নেয়া হলো।