টেমস তীরে উৎসবের ঢেউ

Temsমানবাধিকারের মহাসনদ ম্যাগনা কার্টার ৮০০ বছর পূর্তি হচ্ছে আজ। এ ঐতিহাসিক ঘটনার উদযাপনে উৎসব বসেছে ব্রিটেনের টেমস নদীতে। শনিবার থেকে এ উৎসব উদযাপন শুরু হয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। রাজকীয় নৌবহরে ঝুলানো হয়েছে ম্যাগনা কার্টার একটি বিশাল সাইজের প্রতিলিপি। ২৩ ব্যক্তি বহন করছেন ওই প্রতিলিপি। চার মাস আগে ম্যাগনা কার্টার হুর্লি থেকে রানিমেডে পর্যন্ত নৌযাত্রায় ২০০ নৌবহরের নেতৃত্বে রয়েছে রয়াল বার্জ গ্লোরিনা।
১২১৫ সালের ১৫ জুন রাজা জন ও বিদ্রোহী ব্যারনদের মধ্যে এ দলিল স্বাক্ষরিত হয়। ঐতিহাসিক চুক্তিপত্র ম্যাগনা কার্টাকে আধুনিক সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। তবে স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রথম দলিল ধরা হয় ৬২২ সালে স্বাক্ষরিত মদিনা সনদকে। ম্যাগনা কার্টা থেকেই অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিল ঘোষণা করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button