সম্পদে ইউরোপকে ছাড়ালো এশিয়া
ব্যক্তিগত সম্পদের হিসাবে ইউরোপকে ছাড়িয়ে গেছে এশিয়ানরা। এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘বোস্টন কনসালটিং গ্রুপ’-বিসিজি।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোসহ ৪৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে এশিয়ানদের অবস্থান এখন দুই নম্বরে। ৫১ ট্রিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছে উত্তর আমেরিকা মহাদেশ।
তবে ২০১৬ সালে এশিয়া উত্তর আমেরিকাকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর ২০১৯ সালে বিশ্বের মোট সম্পদের ৩৪ শতাংশের মালিক হবে এশিয়ানরা।
২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থ বছরে এশিয়ার অর্থনীতিই সবচেয়ে গতিশীল ছিল বলেও ওই প্রতিবেদনের জানানো হয়।