অভিবাসী ইস্যুতে দ্বিধাবিভক্ত ইউরোপ
ইতালি ও গ্রিসে অভিবাসন প্রত্যাশী হাজার হাজার মানুষকে নিয়ে কি করা হবে, এনিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো। ইতালি এবং গ্রিস চাইছে ইউরোপের অন্যান্য দেশগুলো মিলে তাদের উপর আসা এই অভিবাসীদের দায়দায়িত্ব ভাগাভাগি করে নেবে। কিন্তু পোল্যান্ড ও হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এ ধরণের বাধ্য বাধকতার বিরোধিতা করেছে। এদিকে যুক্তরাজ্য বলছে তারা এই ইস্যুতে নিজেদের জড়াতে চায় না।
কোন কোন দেশ আবার এই অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। ফলশ্রুতিতে ইউরোপের ঐক্য এবং সহযোগিতামূলক নীতি এখন হুমকির মুখে পড়েছে।
তবে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইউরোপের নেতারা হয়তো অভিবাসন ইস্যুতে একটি নীতিমালা প্রণয়ন করতে পারবে।