যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি প্রাচীন গির্জায় বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে হতাহতের সংখ্যা বিষয়ে নিশ্চিত করেনি দেশটির পুলিশ।
ক্যারোলিনা রাজ্যের চার্লেস্টন শহরে স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি, এবিসি নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
রাজ্যে হামলার শিকার মাদার ইমানুয়েল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন গির্জা। এটি প্রতিষ্ঠা হয়েছিল ১৮১৬ সালে।
গণমাধ্যমে বলা হয়, ১১০ ক্যালহুন স্ট্রিটের ২০০ বছরের পুরনো ওই গির্জায় হামলাকারী ব্যক্তিটি শ্বেতাঙ্গ যুবক বলে টুইটারে জানিয়েছে চার্লেস্টন পুলিশ। আনুমানিক ২১ বছর বয়সী ওই হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
হামলায় অন্তত ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হলেও হতাহতের বিষয়ে চার্লেস্টন পুলিশ নিশ্চিত করেনি।