লন্ডনে আটক তিন নেতাকে মুক্তি দিল পুলিশ
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য শেখ সেলিমের উপর ডিম হামলার কারণে আটক হওয়া তিন প্রতিবাদকারী যুবদল ও স্বেচ্ছাসেবকদল নেতাকে মুক্তি দিয়েছে বৃটিশ পুলিশ। এরা হলেন কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন ও যুক্তরাজ্য যুবদল নেতা দেওয়ান আব্দুল বাসিত ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হাসনাত রিপন। বুধবার দুপুরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানরত লন্ডন পার্ক লেন হিলটন হোটেলের সামনের এ ডিম হামলার ঘটনা ঘটে।
ব্রিটিশ পুলিশ তখন পঁচা ডিম নিক্ষেপের কারণে যুবদল নেতা এনামুল হক লিটন ও দেওয়ান বাসিত, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হাসনাত রিপনসহ ৩ জনকে আটক করে। সে সময় পরিস্তিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে দেখা যায় |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ৬দিনের যুক্তরাজ্য সফরের শেষ দিনেও বিক্ষোভ দেখাতে যুক্তরাজ্য বি এন পি সহ বিভিন্ন জোনের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের হাজার হাজার নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। নানা ধরণের ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ও মাথায় কালো কাপড় বেঁধে নেতাকর্মীদের মিছিলে মিছিলে মুখরিত হয় গোটা এলাকা। এ সময় নেতাকর্মীরা ‘গো বেক হাসিনা’, ‘ডাউন ডাউন হাসিনা’, ‘শেইম শেইম হাসিনা’, ‘কিলার হাসিনা গো এ ওয়ে’, একশন একশন ডাইরেক্ট একশন ইত্যাদি নানা শ্লোগান দিতে থাকে।